Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বাঘিল ইউনিয়ন

৮ নং বাঘিল ইউনিয়ন পোর্টাল এর তথ্যঃ ইউনিয়ন পরিচিতিঃ (ক) এক নজরেঃ উত্তরে মগড়া ইউনিয়ন , দক্ষিণে দাইন্যা ইউনিয়ন, ধলেশ্বরী নদীর পাশে ইউনিয়ন অবস্থিত । (গ) যোগাযোগ ব্যবস্থাঃ পাকা ও কাচা রাস্তা। রিক্সা, ট্যাম্পু, অটোরিক্সা, সিএনজি ইত্যাদি। ইতিহাস ও ঐতিহ্যঃ (ক) দর্শনীয় স্থানঃ টাঙ্গাইল এর সবচেয়ে বড় স্লুইজ গেট, যোগনী দীঘি । (খ)প্রখ্যাত ব্যক্তিত্বঃ পীর গফুর আউলিয়া। ভৌগলিক ও অর্থনৈতিকঃ (ক) মানচিত্রে ইউনিয়নঃ (খ) খাল ও নদীঃ লৌহজং নদী, ধলেশ্বরী নদী, খাল ৪টি , বিল ৩ টি , ধনীবিল, ছিটকিবাড়ী বিল, দহ ১টি যোগনী দহ । (গ) হাটবাজারঃ ১। যোগনী বাজার হাট ২। ছীটকিবাড়ী হাট ৩। যোগনী বাজার ৪। ধরেরবাড়ী বাজার হাট ৫। শিবপুর বাজার ইউনিয়ন পরিষদঃ (ক) বর্তমান চেয়ারম্যান:  এস এম মতিয়ার রহমান ( মন্টু ), পিতার নাম- মৃত আমজাদ হোসেন তালুকদার ( নেদু ), মাতার নাম- মনোয়ারা খাতুন, গ্রাম- সয়া সুপ্রভাত ,ওয়ার্ড নং-০১, ডাকঘর- চৌধুরী মালঞ্চ, উপজেলা ও জেলা-টাংগাইল। মোবাইল নং ০১৭১০২৫৯০০০, জীবন বৃত্তান্তঃ এস এম মতিয়ার রহমান ( মন্টু ) টাংগাইল জেলার সদর উপজেলাধীন ৮ নং বাঘিল ইউনিয়নের সয়া সুপ্রভাত গ্রামে ১৯৫৫ সালের ১৫ এপ্রিল এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।  বর্তমানে তিনি বাঘিল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করে চলেছেন। ৮ নং বাঘিল ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দঃ  ১। শ্রী নিবারন চন্দ্র মুখোপাধ্যায় , ২। মোঃ আহেদ আলী সরকার , ৩। আঃ গফুর সরকার , ৪। মোঃ নূরুল হুদা , ৫। মোঃ ইনছান আলী সরকার , ৬। আলহাজ মকবুল হোসেন , ৭।  মোঃ আঃ রশিদ মাস্টার , ৮। এস এম আমজাদ হোসেন তালুকদার নেদু , ৯। আলহাজ মকবুল হোসেন , ১০। এস এম আমজাদ হোসেন তালুকদার নেদু , ১১। মোঃ আঃ বারী , ১২। মোঃ হাতেম আলী সরকার , ১৩। মোঃ নাজমুল হুদা বাবু , ১৪। এস এম আমজাদ হোসেন তালুকদার নেদু , ১৫। মোঃ আঃ মালেক মিয়া , ১৬। এস এম সালামত উল্লাহ (মজনু) , ১৭। মোঃ আঃ আজিজ খান , ১৮। এস এম মতিয়ার রহমান (মন্টু) , ১৯। রবি-হাবিব-জলিল , ২০। মোঃ রফিকুল ইসলাম (সোহাগ), ২১। মোঃ রফিকুল ইসলাম (সোহাগ) , ২২। এস এম মতিয়ার রহমান (মন্টু) । ইউনিয়ন পরিষদের কার্যক্রম (ক) সচিব - মোঃ সামাউন কবীর, মোবাইল-০১৭৭৪৯৬৭৮৫২ , হিসাব সহকারী -কাম- কম্পিউটার অপারেটর- মোঃ তোফাজ্জল হোসেন, মোবাইল- ০১৭৫১০৮২৫১২ , উদ্যোক্তা- মোছাঃ খাদিজা খাতুন- ০১৭৪০৪৫১৭৫২ । (খ)ইউনিয়ন পরিষদের বাধ্যতামূলক কার্যাবলীঃ ১। আইন শৃংখলা রক্ষা এবং আইন শৃংখলা রক্ষায় প্রশাসনকে সহায়তা করা। ২। অপরাধমূলক কাজ, বিশৃংখলা ও চোরাচালান বন্ধে ব্যবস্থা নেয়া। ৩। কৃষি, বন, মৎস, গবাদিপশু, শিক্ষা, স্বাস্থ্য, কুটির শিল্প, যোগাযোগ, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ করে আর্থ সামাজিক উন্নয়ন করা। ৪। পরিবার পরিকল্পনা কর্মসূচি, পুষ্টি ও টিকাদানসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচি বাস্তবায়ন। ৫। স্থানীয় সম্পদের উন্নয়ন ও সদ্ব্যবহার করা। ৬। সরকারি সম্পত্তি যেমন সড়ক, সেতু, খাল, বাঁধ, টেলিফোন ও বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ। ৭। ইউনিয়ন পর্যায়ে সব প্রতিষ্ঠানের কর্মকান্ড সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সুপারিশ করা। ৮। স্যানিটারি পায়খানা স্থাপনে জনসাধারনের মধ্যে আগ্রহ ও সচেতনতা সৃষ্টি। ৯। জন্ম, মৃত্যু, অন্ধ, ভিক্ষুক ও দুস্থ ব্যক্তির তথ্য সংরক্ষণ, ভিজিডি/ভিজিএফ ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা। ১০। সব ধরনের শুমারি পরিচালনা করতে সহায়তা করা। ইউনিয়ন পরিষদের সাধারন কার্যাবলীঃ ১। জনপথ ও রাজপথের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ। ২। সরকারী স্থান, উন্মুক্ত জায়গা, উদ্যান ও খেলার মাঠের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ। ৩। জনপথ,রাজপথ ও সরকারী স্থানে আলো জ্বালানো। ৪। গাছ লাগানো ও সংরক্ষণ, বিশেষভাবে জনপদ, রাজপথ ও সরকারি জায়গায় গাছ লাগানো ও সংরক্ষণ। ৫। কবরস্থান, শ্মশানঘাট, সাধারণের সভার স্থান ও জনষাধারণের অন্যান্য সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা। ৬। পর্যটকদের থাকার ব্যবস্থা ও তা সংরক্ষণ। ৮। জনপথ, রাজপথ ও সরকারি স্থানে উৎপাত ও তার কারণ বন্ধ করা। ৯। ইউনিয়নের পরিচ্ছন্নতার জন্য নদী, বন ইত্যাদির তত্ত্বাবধান, স্বাস্থ্যকর ব্যবস্থার উন্নয়ন ও ব্যবস্থা গ্রহণ। ১০। গোবর ও রাস্তার আবর্জনা সংগ্রহ, অপসারণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা। ১১। অপরাধমূলক ও বিপজ্জনক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা। ১২। মৃত পশুর দেহ অপসারন ও নিয়ন্ত্রণ করা। ১৩। পশু জবাই নিয়ন্ত্রণকরণ। ১৪। ইউনিয়নে দালান নির্মাণ ও পুনঃনির্মাণ নিয়ন্ত্রণ করা। ১৫। বিপজ্জনক দালান ও সৌধ নিয়ন্ত্রণ করা। ১৬। কুয়া, পানি তোলার কল, জলাধার, পুকুর এবং পানি সরবরাহের অন্যান্য কাজের ব্যবস্থাকরণ ও সংরক্ষণ। ১৭। খাবার পানির উৎস দূষিতকরণ রোধের জন্য ব্যবস্থা গ্রহণ। ১৮। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত কুপ, পুকুর এবং পানি সরবরাহের উৎসের পানি ব্যবহার নিষিদ্ধ করা। ১৯। খাবার পানির কুপ, পুকুর বা সরবরাহের স্থানে গোসল, কাপড় কাচা, পশুর গোসল নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা। ২০। পুকুর বা পানি সরবরাহের স্থানে /নিকটবর্তী স্থানে শন, পাটসহ অন্যান্য গাছ ভেজানো নিষিদ্ধ করা। ২১। আবাসিক এলাকার মধ্যে চামড়া রং করা বা পাকা করা নিসিদ্ধ বা নিয়ন্ত্রণ করা। ২২। আবাসিক এলাকার মাটি খনন করে পাথর বা অন্যান্য বস্ত্ত উত্তোলণ নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণ করা। ২৩। আবাসিক এলাকায় ইট, মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মাণ নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণ করা। ২৪। গৃহপালিত পশু বা অন্যান্য পশু বিক্রয় তালিকাভূক্ত করা। ২৫। মেলা ও প্রদর্শনীর আয়োজন। ২৬। জনসাধারনের উৎসব পালন। ২৭। অগ্নি, বন্যা, ঝড়, ভূমিকম্পসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে উদ্ধার তৎপরতার ব্যবস্থা করা। ২৮। বিধবা, এতিম, গরিব ও দুস্থ ব্যক্তিদের সাহায্য করা। ২৯। খেলাধুলার উন্নতি সাধন। ৩০। শিল্প ও সামাজিক উন্নয়ন, সমবায় আন্দোলন ও গ্রামীণ শিল্পের উন্নয়ন সাধন ও উৎসাহ সাধন। ৩১। বাড়তি খাদ্য উৎপাদনের ব্যবস্থা গ্রহণ। ৩২। পরিবেশ ব্যবস্থাপনার কাজ। ৩৩। গবাদি পশুর খোঁয়াড় নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষনের ব্যবস্থা করা। ৩৪। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা। ৩৫। গ্রন্থাগার ও পাঠাগারের ব্যবস্থা করা। ৩৬। ইউনিয়ন পরিষদের মতো কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সঙ্গে সহযোগিতা করা। ৩৭। জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে শিক্ষার উন্নয়নে সাহায্য করা। ৩৮। ইউনিয়নের বাসিন্দা/ পরিদর্শনকারীদের নিরাপত্তা, আরাম-আয়েশ/সুযোগ-সুবিধার জন্য ব্যবস্থা (গ)গ্রাম পুলিশদের নামের তালিকাঃ  ০১। মোঃ সয়ান উদ্দিন-দফাদার , ০২ । মোঃ রুবেল আল মামুন- মহল্লাদার , ৩। দেলোয়ার হোসেন- মহল্লাদার , ৪। আঃ রহমান- মহল্লাদার । ৫। রাসেল আহমেদ- মহল্লাদার।  ৬। হামিদা বেগম- মহল্লাদার। ৬। অকিল চন্দ্র দাস- মহল্লাদার, ৭। রেজাউল ইসলাম- মহল্লাদার, ৮। চৈতন্য চন্দ্র দাস- মহল্লাদার । (ঘ) বাজেটঃ ২০২৩-২০২৪ অর্থ বৎসরেঃ  প্রস্তাবিত আয়= ১,৭৩,৭৫,৫৬০/- , ২। প্রস্তাবিত ব্যয়= ১,৭৩,০৫,৫৬০/- , গুরুত্বপূর্ণ তথ্যঃ (ক) পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ (ক) ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট সংস্কার (খ) ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্রিজ কালভার্ট নির্মাণ (গ) ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন (ঘ) ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন (ঙ) ইউনিয়নের বিভিন্ন রাস্তার দুই পাশে বৃক্ষ রোপন (চ) ইউনিয়নের বিভিন্ন স্থানে স্যানিটেশন সরবরাহ ও রক্ষনাবেক্ষন (ছ) ইউনিয়নের বিভিন্ন স্থানে অগভীর নলকুপ স্থাপন ও সরবরাহ (জ) বিবিধ (খ) মাসিক কার্যক্রমঃ ১। কর্মচারীদের হাজিরা সংরক্ষন। ২। মাসিক সভা আহবান ও সভা। ৩। জন্ম- মৃত্যু সংরক্ষণ। ৪। ভিজিডি কার্যক্রম। ৫। পত্র প্রাপ্তি ও পত্র জারী রেজিষ্ট্রারে সংরক্ষণ। ৬। বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম। ৭। বিচার বিষয়ক কার্যাবলী। ৮। জাতীয়তা চারিত্রিক ওয়ারিশ সনদপত্র প্রদান। ৯। ক্যাশ সংক্রান্ত কার্যক্রম। সেবাসমূহঃ (ক) গ্রাম আদালতঃ সরকারী অফিসঃ *কৃষি পরামর্শ কেন্দ্র , সমাজ সেবা,স্বাস্থ্য সেবা,প্রাণী সম্পদ পশুপালন, আনসার ভিডিপি, ভূমি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র। অন্যান্য প্রতিষ্ঠানঃ ১। কলেজঃ ১ টি ২। মাধ্যমিক বিদ্যালয়ঃ ২ (দুই) টি- (১) অগ্রনী উচ্চ বিদ্যালয় সয়া চাকতা, (২) ধরেরবাড়ী মুসলিম হাই স্কুল এন্ড কলেজ । নিম্ন মাধ্যমিকঃ নাই ৪। প্রাথমিক বিদ্যালয়ঃ ১২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় (১) রামদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় (২) বিলমুড়ীল সরকারী প্রাথমিক বিদ্যালয় (৩) চাকতা সরকারী প্রাথমিক বিদ্যালয় (৪) কান্দাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (৫) ফৈলার ঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় (৬) পিচুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (৭) ধরেরবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় (৮) কাঠুয়া যোগনী সরকারী প্রাথমিক বিদ্যালয় (৯) খোর্দ্দ যোগনী সরকারী প্রাথমিক বিদ্যালয় (১০) শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় (১১) ঢালান সরকারী প্রাথমিক বিদ্যালয় ১২। পাইকমুড়ীল সরকারী প্রাথমিক বিদ্যালয় । ৫। মাদ্রাসাঃ ৪টি- *বেসরকারী প্রতিষ্ঠানের তালিকাঃ এনজিওঃ ১। সোনালী সমবায় সমিতি ( স্থানীয় ক্ষুদ্র ঋণ সংস্থা) । যোগনী বাজার , টাঙ্গাইল । তাছাড়া অন্য কোন এন,জিও এর শাখা অফিস নাই ,তবে তাদের কার্যক্রম গ্রাম ভিত্তিক ভাবে চলছে । *ধর্মীয় প্রতিষ্ঠানঃ ঈদগাহ মাঠঃ ১। খোর্দ্দ যোগনী ঈদগাহ মাঠ ২। কাঠুয়া যোগনী ঈদগাহ মাঠ ৩। চাকতা ঈদগাহ মাঠ ৪। গোপালপুর ঈদগাহ মাঠ মসজিদঃ ৬০ টি কবরস্থানঃ ১। খোর্দ্দ যোগনী –রামদেবপুর কবরস্থান ২। গোপালপুর কবরস্থান । ৩। রামদেবপুর কবরস্থান ৪। ছিটকিবাড়ী কবর স্থান ৬। পাইক মুরিল কবরস্থান ৭। কৃষ্ণপুর কবরস্থান শ্নশানঃ ১। চাকতা শ্মশান ঘাট ২। সয়া শ্মশান ঘাট ৩। কাঠুয়া যোগনী শ্মশান ঘাট মন্দিরঃ ১। চাকতা কালি মন্দির ২। সয়া সুপ্রভাত কালি মন্দির ৩। গোপালপুর কালি মন্দির ৪। কাঠুয়া যোগনী কালি মন্দির ৫। কাঠুয়া যোগনী কালি মন্দির ( মধ্য পাড়া ) ৬। দক্ষিন গোপালপুর কালি মন্দির *সংগঠনঃ ক্রীড়া সংগঠন ১। পিচুরিয়া যুব ক্রীড়া সংস্থা ২। শিবপুর যুব ক্রীড়া সংস্থা ৩। খোদ্দ যোগনী ক্রীড়া সংস্থা সাংস্কৃতিক সংগঠনঃ ১। গোপালপুর পল্লী উন্নয়ণ সাংস্কৃতিক সংঘঃ ২। শিবপুর বাউল বৈঠকী সাংস্কৃতিক শিল্পী গোষ্টীঃ& পেশাজীবি সংগঠনঃ ১। মুজুর- শ্রমিক ইউনিয়ন ২। রিকসা শ্রমিক ৩। তাঁত শ্রমিক ৪। কুলি শ্রমিক ৫। কাঠ মিস্তী শ্রমিক ৬। অটো রিকসা শ্রমিক ৭। মৎসজীবি বিভিন্ন তালিকাঃ (ক) মুক্তিযোদ্বার সংখ্যাঃ ৮০ (আশি) জন। (খ) ভিজিডি উপকারভোগীদের সংখ্যাঃ ১৫৩ (একশত তিপান্ন) জন। (গ) বয়স্ক ভাতার সংখ্যাঃ ৪০০ (চারশ) জন। (ঘ) প্রতিবন্ধী ভাতার সংখ্যাঃ ১৫ (বিরাশি) জন। (ঙ) বিধবা ভাতার সংখ্যাঃ () জন। প্রকল্প সমূহঃ কাবিখা, কাবিটা, টিআর, এলজিএসপি, এলজিডিই, সাধারন। • ইউনিয়ন ডিজিটাল সেন্টার সেবাসমূহঃ সরকারী সেবাসমূহঃবিভিন্ন সরকার ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, বিজিএফ-ভিজিডি তালিকা ও নাগরিক সনদ প্রভৃতি। জীবনজীবিকা ভিত্তিক তথ্যঃ কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্দ্যোগ প্রভৃতি। জীবনজীবিকা ভিত্তিক তথ্য ভান্ডার জাতীয় ই-তথ্যকোষ (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্য সমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসি সমূহে জাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে , যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়। বানিজ্যিক সেবাঃ মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা, ট্রাষ্ট ব্যাংক, ব্রাংক-বিকাশ, মাকেন্টাইল ব্যাংক), ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরীর তথ্য, কম্পোজ, ভিসা আবেদন ও ট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, সচেতনতামূলক ভিডিও শো, স্ক্যানিং, ফটোকপি। ক্রঃনং নাম গ্রাম পদবী ই-মেইল ও ছবি মোবাইল যন্ত্রপাতির বিবরণ  উদ্যোক্তা uiscbaghil@yahoo.com ০১৭৫৯৩৫৭৭৩৮ ডিজিটাল ক্যামেরা-১টি, স্ক্যানার-১টি, প্রিন্টার-১টি, কম্পিউটার-১টি, কালার প্রিন্টার-২টি, স্পিকার-১টি, ইউপিএস-১টি, মাল্টিমিডিয়া প্রজেক্টর-১টি  উদ্যোক্তা ০১৭২৫৬০৩৩৩২ ডিজিটাল ক্যামেরা-১টি, স্ক্যানার-১টি, প্রিন্টার-১টি, কম্পিউটার-১টি, কালার প্রিন্টার-২টি, স্পিকার-১টি, ইউপিএস-১টি,মাল্টিমিডিয়া প্রজেক্টর-১টি ।