Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউডিসি

ইউডিসি

ইউডিসি এর পূর্ণরুপ হলো ইউনিয়ন ডিজিটাল সেন্টার । বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ( ইউডিসি ) আছে । দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১/১১/২০১০ খ্রিঃ তারিখে ইউডিসি প্রতিষ্ঠা করেন । “ জনগণের দোড়গোড়ায় সেবা” ( Service at Doorsteps )- এ শ্লোগানকে সামেন রেখে ইউডিসির যাত্রা শুরু হয়েছিল । ইউনিয়ন পরিষদের অনলাইনের যাবতীয় কাজ এই ইউডিসি তে করা হয় । ইউডিসিতে ১ জন পুরুষ ও ১ জন নারী উদ্যোক্তা থাকে । উদ্যোক্তাগণ চেয়ারম্যান দ্বারা নিয়োগপ্রাপ্ত হন । ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউডিসি পরিচালনা কমিটির সভাপতি । উদ্যোক্তাদের কাজে নিবিড়ভাবে সহযোগিতা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, হিসাব সহকারী -কাম- কম্পিউটার অপারেটর ও গ্রাম পুলিশ বাহিনী । জেলা তথ্য কর্মকর্তা ইউডিসির প্রচার-প্রচারনার সম্ভবপর উদ্যোগ গ্রহণ করে থাকেন ।