বিদ্যালয়টির ২টি ভবন আছে। ১টি পাকা বিল্ডিং অপরটি আধা পাকা বিল্ডিং। জমির পরিমান ১১৯ শতাংশ। সামনে বিশাল মাঠ। এটি সদর উপজেলা হতে ২০ কি. মি. পশ্চিমে অবস্থিত। যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভাল। |
ঢালান গোপালপুর গ্রামের দাতা সদস্য স্বর্গীয় বাবু নন্দলাল পালের উদ্যোগে পরবর্তীর্তে তার বংশধর ও এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের সহযোগীতায় ঢালান বোর্ড প্রাইমারী স্কুল নামে ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয় করণ হয়।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
সাইদাতুন হোসনা | 01711939836 |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
মোঃ সোলায়মান মিয়া | 01632041978 | ||
মোহাম্মদ আরিফুল ইসলাম | 01741177822 | ||
নাহিদা ইয়াসমিন | 01765640213 |
শিশু শ্রেণী বালক ১১, বালিকা ১৭ মোট ২৮ জন। ১ম শ্রেণী বালক ১৪, বালিকা ১৬ মোট ৩০ জন। ২য় শ্রেণী বালক ২০, বালিকা ১৫ মোট ৩৫ জন। ৩য় শ্রেণী বালক ১৪, বালিকা ১১ মোট ২৫ জন। ৪র্থ শ্রেণী বালক ৩১, বালিকা ১৮ মোট ৪৯ জন। ৫ম শ্রেণী বালক ১৯, বালিকা ২৫ মোট ৪৪ জন। মোট বালক ১০৯ জন, মোট বালিকা ১০২ জন। সর্বমোট ছাত্র-ছাত্রী ২১১ জন।
সভাপতি- মোহাম্মদ সজিব , গোপালপুর, বাঘিল , টাঙ্গাইল সদর , টাঙ্গাইল। মোবাইল-
সরকারি বিধি মোতাবেক উপবৃত্তি চালু আছে। বর্তমানে সুবিধাভোগীর সংখ্যা- ১২১।
শতভাগ ভর্তি, শিক্ষার মান উন্নয়ন, সমাপণী পরীক্ষায় শতভাগ পাশ, ঝরে পড়ার হার হ্রাস। ২০১১ সালের ১৪ নভেম্বর তারিখ থেকে ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল চালু করা হয়েছে।
শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন, ঝড়ে পড়া রোধ, শতভাগ পাশ নিশ্চিত করণ, ভৌত অবকাঠামো উন্নয়ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস